MMonir Trainer 2 years ago |
আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে!
আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে! বুকের ভেতরটা কেমন যেনো হাহাকার করে উঠে।
বাবা মানুষটা দিনদিন কেমন যেনো হয়ে যাচ্ছে, একদম চুপচাপ, শান্তশিষ্ট, সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী, শক্ত, পাকাপোক্ত শরীরটা, কেমন যেনো ঝিমিয়ে যাচ্ছে দিনদিন।
একসময় যে মা ঘুম থেকে উঠেই মুহুর্তের মধ্যে ঘরের সব কাজ সেড়ে ফেলতো। সে মা টা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষন অসহায় অসহায় লাগে!
আমার মাঝেমাঝে ইচ্ছে করে,বাবা- মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই। কিন্তু আফসোস; আমার সেই সাধ্য নেই।
Alert message goes here